স্যামসাং বাজারে এনেছে সর্বাধুনিক প্রযুক্তির ফোরকে মনিটর

স্যামসাং বাজারে এনেছে সর্বাধুনিক প্রযুক্তির ফোরকে মনিটর

আইটি ডেস্ক

কোরিয়ান জায়ান্ট স্যামসাং’র সর্বাধুনিক প্রযুক্তির ফোরকে মনিটর এনেছে দেশের বাজারে। অত্যাধুনিক প্রযুক্তিতে আগ্রহীদের জন্য এলইডি ইউ২৮ই৫৯০ডিএস মডেলটি এই প্রথম বাংলাদেশে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ২৮ ইঞ্চি আকৃতির এই মনিটরে আলট্রা এইচডি ছবি দেখা, হাইরেজুল্যুশন গেমিং সহ মাল্টিটাস্কিং কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। মনিটরটির বিশেষ বৈশিষ্ট্য ‘রেজুল্যুশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল এবং ডাইমেনশন ২৬.০১” বাই ১৫.০১” বাই ২.৮৯”। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্যামসাং’র ফোরকে প্রযুক্তির মনিটরের বাজারমূল্য ৬০,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.