হচ্ছে কী সব দেশে?
রেবেকা ইসলাম
.
হচ্ছে কী সব দেশে?
দোষী দর্পে ঘুরে বেড়ায়
নির্দোষ যায় ফেসে।
পুকুর চুরি করেও ওরা
কথা কইছে হেসে।
হচ্ছে কী সব দেশে ?
শিশুর অবুঝ দেহের রক্তে
যাচ্ছে স্বদেশ ভেসে।
পর্দা করেও পায় নি রেহাই
লাশ হয়েছে শেষে।
রেবেকা ইসলাম
.
হচ্ছে কী সব দেশে?
দোষী দর্পে ঘুরে বেড়ায়
নির্দোষ যায় ফেসে।
পুকুর চুরি করেও ওরা
কথা কইছে হেসে।
হচ্ছে কী সব দেশে ?
শিশুর অবুঝ দেহের রক্তে
যাচ্ছে স্বদেশ ভেসে।
পর্দা করেও পায় নি রেহাই
লাশ হয়েছে শেষে।