হঠাৎ জেগে উঠলো ছাত্রদল!
একসময়ের লড়াকু ছাত্রদল এখন স্থবির অকার্যকর। কি রাজনীতিতে কি ছাত্রদের সমস্যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না ছাত্রদলের কোন কর্মীকে। তবে বিশালদেহি ছাত্রদলের কমিটি ঘোষণা করার পরই যেন ঘুম থেকে জেগে উঠলো কিছু বীর, পদপদবির ভাগ বাটোয়ারা মনের মত না হওয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিলেন গত ক’দিনে। আর সর্বশেষ সংবাদ হলো: ছাত্রদলের সদ্য ঘোষিত নতুন কমিটির পক্ষে ও কমিটিতে স্থান না পাওয়া নেতা ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগুলে কার্যালয়ের সামনে অবস্থানরত কমিটির পক্ষের নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ হয়।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার সকাল থেকেই কমিটির পক্ষের নেতাকর্মীরা অবস্থান করছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে পদবঞ্চিত নেতারা ইট ও লাঠিসোটা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগুতে থাকে। এ সময় রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেয় পদবঞ্চিতরা।
ওইদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরতরাও প্রস্তুত ছিল লাঠিসোটা হাতে নিয়ে। পদবঞ্চিতরা এগুলে তারা ধাওয়া করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরদিন রবিবার বিকেলে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ও সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিচ্ছে দুই পক্ষের নেতারা।