প্রচ্ছদ » হাওয়ায় ওড়ে জাপানী ট্রেন
প্রযুক্তির অস্বাভাবিক উন্নতি, গতির কাছে হার মানছে দূরত্ত, জাপান চলছে হাওয়ার গাড়ী বা বুলেট ট্রেন যার গতি প্রতি ঘন্টায় ৩৬১ মাইল বা ৫৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ট্রেনটি! চৌম্বক প্রযুক্তি কাজে লাগিয়ে ঘর্ষণ বিহীনভাবে চলে, যার নাম ‘ম্যাগলেভ এমএলএক্স ১’। বর্তমানে টোকিও থেকে ওসাকাসহ দেশের সাতটি নেটওয়ার্কে এই ট্রেন সার্ভিস রয়েছে। জাপানের যোগাযোগের প্রধান মাধ্যম বলা হয় এটিকে।
Related
You May Also Like