হাফ সেঞ্চুরি
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা-নির্মাতা আবুল হায়াত ও তার সহধর্মিণী শিরী হায়াত (শিরীন) তাদের বিবাহিত জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। মুক্তিযুদ্ধের আগের বছর অর্থাৎ ১৯৭০ সালের ৪ঠা ফেব্রুয়ারি আবুল হায়াত ও শিরী হায়াতের আক্দ সম্পন্ন হয়। সেই বছরেরই ৭ই জুলাই আবুল হায়াত ওয়ালিমা সম্পন্ন করে তার নিজের বাড়িতে তুলে নেন শিরীকে।
আবুল হায়াত যে সময় বিয়ে করেন তখন তিনি ঢাকা ওয়াসাতে চাকরি করতেন। বেতন পেতেন ৫৫০ টাকা। দেখতে দেখতে বিবাহিত জীবনের ৫০ বছর পূর্ণ করার মধ্যদিয়ে এক অন্যরকম সুখ অনুভব করছেন আবুল হায়াত। তিনি বলেন, দেখতে দেখতে আমরা আমাদের বিবাহিত জীবনের ৫০ বছর পূর্ণ করেছি, এটা ভাবলেই বিস্মিত হই। কারণ এতোটা বছর যেন চোখের পলকেই চলে গেল।
সূত্র: দৈনিক মানবজমিন।