হিটলারের বই নিয়ে কাড়াকাড়ি

বার্লিন: প্রায় ৭০ বছর পরে অ্যাডলফ হিটলারের বিখ্যাত বই ‘মাইন ক্যাম্প’র পুর্নপ্রকাশিত সব কপি বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছে। বইটির সমালোচনামূলক এই সংস্করণটি প্রকাশ নিয়ে জার্মানিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রায় ২,০০০ পৃষ্ঠার সংস্করণে এবার টিকা সংযোজন করা হয়েছে। এ মাসের ৮ তারিখে বইয়ের দোকানে বইটির ২০,০০০ কপি আসার পূর্বেই ১৫,০০০ কপি অগ্রিম বিক্রি হয়ে যায়। বাকি বইগুলো শেষ হতেও বেশি সময় লাগেনি। প্রায় ৫৯ ইউরো (৬,০০০ টাকা) মূল্যের এক কপি বই অনলাইন মার্কেট অ্যামাজন.কমে ১০,০০০ ইউরো (১০ লক্ষ টাকা) পর্যন্তও দাম উঠেছে বলে জানা যায়।

 মৃত্যুর প্রায় ৮ দশক পরেও সমান আলোচিত হিটলারের বইটির কপিরাইট এবছরের ১ জানুয়ারি পর্যন্ত জার্মানির সরকারি প্রকাশনী বাভারিয়ান পাবলিকেশন্সের হাতে ছিল। তারা বইটি মূদ্রনে রাজি না হওয়ায় মিউনিখের ইনস্টিটিউট ফর কনটেম্পরারি প্রকাশনী বইটি প্রকাশের উদ্যোগ নেয়। বইটির পুর্নপ্রকাশ নিয়ে জার্মান ইহুদি কমিউনিটি আপত্তি জানিয়েছিল। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ইহুদিবাদী সংগঠন বইটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠান সেসবে কান দেয়নি। হিটলার ১৯২৪ সালে বিশ্বাসঘাতকতার দায়ে জেলে থাকাকালীন সময়ে বইটি রচনা করেন। সূত্র: দ্য টেলিগ্রাফ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.