হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাবে নিম্ন রক্তচাপ

রক্তচাপ হ্রাসে ওষুধ প্রদানের মাধ্যমে উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকিতে থাকা অনেক মানুষকে বাঁচানো সম্ভব। এমনকি ওষুধ স্বাভাবিক রক্তচাপের ক্ষেত্রেও কার্যকর। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য জানিয়েছে

দুই দশকেরও বেশি সময় ধরে ছয় লাখের বেশি মানুষের ওপর ১২৩টি পরীক্ষা চালিয়ে গবেষকরা বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানান

গবেষক দলের প্রধান কাজেম রাহিমি বলেন, আমাদের গবেষণা ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে, বর্তমানের নির্ধারিত স্বাভাবিক রক্তচাপের মাত্রা আরো নামিয়ে আনা দরকার। এতে করে হূদযন্ত্রের বিভিন্ন রোগ দারুণভাবে কমে আসবে। ফলে অসংখ্য মানুষকে কার্যকরভাবে রক্ষা করা সম্ভব হবে

গবেষণা প্রবন্ধে বলা হয়, প্রতি বছর পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ হূদরোগে আক্রান্ত হয়। এর অধিকাংশই উচ্চ রক্তচাপজনিত। এর মধ্যে ৯৪ লাখ মানুষ রোগের কারণে মারা যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাটা সর্বজনবিদিত হলেও প্রচলিত মানদণ্ডে স্বাভাবিক রক্তচাপের মানুষেরও চিকিৎসা গ্রহণের বিষয়টি এই প্রথম কোনো গবেষণায় উঠে এল। যদিও শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের হূদরোগ বিশেষজ্ঞ টিম চিকো বিষয়টিতে বিতর্কের অবকাশ রয়েছে বলে জানিয়েছেন। তার মতে, রক্তচাপ কমানো বিষয়টি শারীরিক আরো বিষয়ের ওপর নির্ভর করবে

উল্লেখ্য, রক্তচাপকে সাধারণ দুটি নাম্বার (উদাহরণস্বরূপ ১৪০/৯০) দ্বারা প্রকাশ করা হয়। মিলিমিটার পারদ চাপের মানদণ্ডে মাপা দুটি মানের প্রথমটি সিস্টল বা সংকোচন, আর দ্বিতীয়টি ডায়াস্টল বা প্রসারণ। মার্কিন হার্ট অ্যাসোসিয়েশনের মতে, মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০এর নিচে। আর মান ১৪০/৯০এর উপরে গেলেই তাকে উচ্চরক্তচাপ হিসেবে চিহ্নিত করা হয়

গবেষণায় দেখা গেছে, সিস্টল বা সংকোচনের রক্তচাপ প্রতি ১০ মিমি পারদ চাপ কমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি এক পঞ্চমাংশ হ্রাস পায়। পাশাপাশি হূদক্রিয়া বন্ধ বা স্ট্রোকের ঝুঁকি কমে এক চতুর্থাংশ। আর মোটের ওপর যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি হ্রাস পায় ১৩ শতাংশ

গবেষকরা বলছেন, বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাসের হার প্রায় সবার ক্ষেত্রে প্রযোজ্য। সিস্টলিক রক্তচাপের মান কমালে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের পাশাপাশি বর্তমান মানদণ্ডে যাদের রক্তচাপ নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে তারাও উপকৃত হবে। আমাদের গবেষণা ফলাফল সিস্টলিক রক্তচাপের মান ১৩০এর নিচে রাখার পরামর্শ দিচ্ছে। এছাড়া আমরা বর্তমানে প্রচলিত রক্তচাপ সম্পর্কিত নির্দেশক মান পরিবর্তনের আহ্বান জানাচ্ছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.