হোম অফিস নিয়ে কাদের কী মনোভাব
একটা সময় অফিসের কাজ ঘরে বসে করার চিন্তা ছিল অকল্পনীয়। কিন্তু করোনা মহামারি মানুষের কাজের ধরন বদলে দিয়েছে। মহামারির মধ্যে মানুষ অফিসের কাজ ও গুরুত্বপূর্ণ বৈঠক বাড়িতে বসে করেছেন সফলভাবে। তবে করোনা প্রকোপ কমতে শুরু করলে প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে শুরু করে।
যদিও অনেক কর্মী ঘরে বসে কাজ করায় অভ্যস্ত হয়ে পড়ায় অফিসের আসার আগ্রহ হারাচ্ছেন। তাঁরা মনে করছেন, বাড়িতে বসে কাজ করায় অফিসে আসা-যাওয়ার হ্যাপা পোহাতে হচ্ছে না। আবার বেশি কাজও করা যাচ্ছে। তবে বিখ্যাত প্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফটের পরিচালিত বড় ধরনের একটি জরিপে দেখা গেছে, অফিসের ঊর্ধ্বতনদের অনেকেই কর্মীদের এই মনোভাবের সঙ্গে একমত নন। ঘরে বসে কাজ করলে যথেষ্ট পরিমাণ কাজ হয় কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ আছে।