১০ বছর পর সুবর্ণা-জাহিদ

অভি মঈনুদ্দীন ।
সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসান খুব বেশি নাটকে যে অভিনয় করেছেন একসাথে এমনটি নয়। তবে যে ক’টি নাটকে তারা অভিনয় করেছেন সব নাটকই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। দু’জনের অনবদ্য অভিনয়ের কারণেই সেসব নাটক হয়েছে দর্শক সমাদৃত। দর্শকের প্রিয় এই দুই তারকাকে আবারো ১০ বছর পর একসাথে দেখা যাবে বিশেষ টেলিফিল্ম নিঃশব্দতে। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এরই মধ্যে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি লোকেশনে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা বদরুল আনাম সৌদ জানান, শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, বেশ আগেই টেলিফিল্মটির গল্প রচনা করেছিল সৌদ। সবাই জানেন যে, জাহিদ হাসান খুব ভালো অভিনয় করে। যে কারণে সৌদেরও আগ্রহ ছিল আমাকে এবং তাকে নিয়ে একটি কাজ করা। সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ হয়েছে নিঃশব্দতে। টেলিফিল্মটিতে জাহিদ হাসানকে যুবক এবং বৃদ্ধ বয়সের দু’টি চরিত্রে দর্শক দেখতে পাবেন। জাহিদ খুবই ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। তাতে আমি, আমরা সবাই কাজটি নিয়ে খুব আশাবাদী। সুবর্ণা মুস্তাফা জানান, এতে রুনা খানও খুব ভালো অভিনয় করেছেন। তার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। তিনি জানান, এই চরিত্রে নাজনীন হাসান চুমকীর অভিনয় করার কথা ছিল; কিন্তু চুমকী অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেখানে রুনা খান অভিনয় করার সুযোগ পান চুমকীরই সহযোগিতায়। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, সুবর্ণা আপা এবং সৌদ দু’জনই খুব আন্তরিক। কাজটি করতে গিয়ে সেই আন্তরিকতাটা পেয়েছি আমি। বেশ গুছানো ইউনিট। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে কাজটি শেষ করেছি এবং আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। সর্বশেষ সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসান প্রাইভেট ডিটেকটিভ নাটকে অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন জাহিদ হাসান। এত আরো অভিনয় করেছিলেন হুমায়ূন ফরীদি, অমল বোস, জহুরুল ইসলাম, রূপক তালুদকদার ও ওয়াহিদা শিমু। নাটকটির নির্বাহী প্রযোজক ছিলেন সাদিয়া ইসলাম মৌ। নাটকটি ২০০৬ সালে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছিল।

One thought on “১০ বছর পর সুবর্ণা-জাহিদ

  • সেপ্টেম্বর ২২, ২০১৬ at ১২:৫৬ অপরাহ্ণ
    Permalink

    টেলিফিল্মটিতে জাহিদ হাসানকে যুবক এবং বৃদ্ধ বয়সের দু’টি চরিত্রে দর্শক দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.