২৫০০ টি প্রেমপত্র লিখেছেন উনারা

প্রত্যেক দিন অঙ্কিত ও অনুভব প্রায় দশটা করে প্রেমপত্র লেখে৷ না এমন মনে করার কোনও কারণ নেই যে তাদের অনেক মেয়ে বন্ধু রয়েছে৷ আসলে তারা এই প্রেমপত্রগুলি লিখছে অন্যদের প্রেমিকার জন্য৷ এর পয়সাও পান তারা৷ এরা দুজনেই একত্রে তৈরি করেছেন ‘দি ইন্ডিয়ান হ্যান্ডরিটেন লেটার কোম্পানি’৷ জানা গিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই তাদের এই কোম্পানি লিখে ফেলেছে প্রায় ২৫০০ টি প্রেমপত্র৷ হিন্দি, ইংরাজি, মারাঠি, তেলেগুসহ একাধিক ভাষায় লেখা হয় এই পত্রগুলি৷ পত্র প্রতি তারা খরচ নেন ৯৯ টাকা৷

সংস্থার প্রতিষ্ঠাতারা জানিয়েছেন, বর্তমান সময়ে ফেসবুক, হোয়াসঅ্যাপ, ই-মেলের প্রচলন বেড়ে যাওয়ায় কমে গিয়েছে চিঠি লেখার অভ্যাস৷ এছাড়া যান্ত্রিক উপায়ে টাইপ করা কোনও চিঠির থেকে হাতে লেখা চিঠিতেই মনের ভাব বেশি ব্যক্ত করা যায়৷ ফলে সেই আগের মতো হাতে লেখা চিঠির প্রচলন বাড়াতেই তাদের এই চেষ্টা বলে জানিয়েছেন অঙ্কিত ও অনুভব৷

জানা গিয়েছে, প্রথমে ক্লায়েন্টের পক্ষ থেকে জানান হয় চিঠির সার সংক্ষেপ৷ সেই অনুযায়ী চিঠি লিখে থাকেন তারা৷ তবে তাদের সবসয়ম উদ্দেশ্য থাকে যাতে প্রতিটি চিঠির আকর্ষণীয়তা একই থাকে৷ নেওয়া হয় ক্লায়েন্টের মতমতও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.