এর পর টুইটারের পাতা ভরে যায় শুভেচ্ছা বার্তায়। শাহরুখও ভরিয়ে দেন ধন্যবাদ টুইটে। বান্দ্রায় তাঁরা বাংলো মন্নতের সামনে তখন তিল ধারণের জায়গা নেই। বারান্দায় এসে পরিচিত ভঙ্গিমায় ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন বাদশা। সঙ্গে স্ত্রী গৌরী।

 

আর জন্মদিনে শাহরুখ কী দিলেন ফ্যানদের? টুইটারেই মু্ক্তি পেল শাহরুখের আগামী ছবি ফ্যানের প্রথম টিজার। এটাই ভক্তদের তাঁর রিটার্ন বার্থডে গিফট।  সূত্র: আনন্দবাজার পত্রিকা।