৮ মাস পর কোমা থেকে জাগলেন যুবতী, অতঃপর…
দীর্ঘ আট মাস পর কোমা থেকে জেগে উঠলেন এক যুবতী । অভিযোগ করলেন তারই শিয়রে বসে থাকা বয়ফ্রেন্ডের বিরুদ্ধে। অভিযোগ করলেন, তার এই বয়ফ্রেন্ডের আঘাতের ফলেই তিনি কোমায় চলে গিয়েছিলেন। চীনের স্থানীয় মিডিয়া লিয়ানং বলেছে, ২২ বছর বয়সী ইয়ং ইয়ং কোমায় চলে গেলে তার বয়ফ্রেন্ড লিউ ফেঙ্গে হাসপাতালে তাকে দেখাশোনা করতেন। তার চিকিৎসার বিল এসেছে দুই লাখ ইউয়েন। তাও শোধ করেছেন লিন ফেঙ্গে। শেষ পর্যন্ত যখন ইয়ং ইয়ংয়ের চেতনা ফেরে তখনও তার মাথার পাশে বসে ছিলেন লিন।
কিন্ত ইয়ং ইয়ং কোমা থেকে ফিরে সেই বয়ফ্রেন্ডকে অসুস্থতার জন্য দায়ী করলেন। বললেন, লিন তাড়া করেছিল। তিনি তখন দৌড়ে একটি বেকারিতে ঢুকে পড়েন। সেখানে পিনযুক্ত রোলিং মেশিনে বার বার তার মাথা ঠুকতে থাকে বয়ফ্রেন্ড লিউ। এক সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তিনি কোমায় চলে যান। ইয়ং ইয়ং তার পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, তার পিতা তাকে সাহস যুগিয়েছে লিনয়ের অপকর্ম পুলিশের কাছে জানাতে। মানুষ একবারই মরে বার বার মরে না। কাজেই বাস্তবতা স্বীকার করে ইয়ং ইয়ংয়ের পিতা মেয়েকে প্রতিবাদ করতে বলেন। ডাক্তারদের মতে, আঘাতের ধরন এমন যে ৫ তলা ছাদ থেকে পড়ে গেলে মাথায় যে ধরনের জখম হয়, ঠিক সেই রকম আঘাতের চিহ্ন রয়েছে ইয়ং ইয়ংয়ের মাথায়। ইয়ং ইয়ং আরো বলেন, তার ওপর এটাই প্রথম আঘাত নয়। প্রায়ই বয়ফ্রেন্ড তাকে মারধর করত । ইয়ং ইয়ংয়ের পিতা পুলিশের কাছে তার মেয়ের প্রতি এমন নিষ্ঠুরতা খুলে বলে এর সুষ্ঠু বিচার চেয়েছেন।