৯ নারী লড়বেন ধানের শীষ নিয়ে
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মাঝে বিএনপি ২০৬ জনের তালিকা প্রকাশ করেছে। এদের মাঝে নারী প্রার্থী রয়েছে নয়জন। অন্যদিকে ক্ষমতাসীন দলের নারী প্রার্থীর সংখ্যা ১৬ জন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে যেসব নারী প্রার্থী ধানের শীষ প্রতীকে নিজ নিজ আসনে লড়েবেন গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
সেই তালিকায় বিএনপির নয় নারী প্রার্থী হলেন–
রংপুর-৩ : রিটা রহমান
নাটোর-১ : কামরুন্নাহার
নাটোর-২ : সাবিনা ইয়াসিমন ছবি
সিরাজগঞ্জ-১ : রুমানা মোরশেদ কনক চাঁপা
ঝালকাঠি-২ : জেবা আমিন খান
শেরপুর-১ : ডা. সানসিলা জেবরিন
নেত্রকোনা-৪ : আসনে তাহমিনা জামান
ফরিদপুর- শামা ওবায়েদ এবং
কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।
Source:ntvonline