‘আমার সময় কেন ছিলে না তুমি?’
ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ থেকেই প্রিয়া ওয়ারিয়ারকে নিয়ে হুল্লোড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অষ্টাদশীর চাউনি হিল্লোল তুলেছিল গোটা দেশে। গুগল সার্চে সানি লিওনিকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক ট্যুইট করলেন ঋষি কাপুর। প্রিয়াকে সাফল্যের শুভেচ্ছা জানিয়ে অকপটে ট্যুইটে ঋষি কপুর আক্ষেপ করে লিখেছেন, ‘আমার সময় কেন ছিলে না তুমি?’
নাতনির বয়সী এক তরুণীকে কীভাবে একথা বলতে পারেন তা নিয়ে এখন জোর জল্পনা বলিপাড়ায়।
যদিও ঋষির বিতর্কিত ট্যুইট এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এরকমই বিতর্কিত ট্যুইট করেছেন ঋষি কাপুর।
মালায়লি ছবির একটি গানের দৃশ্য নিয়ে প্রিয়ার চাউনি নাকি তাঁকে মনে করিয়ে দিয়েছে যৌবনের রোমান্সের কথা। প্রিয়ার চোখের প্রশংসা করে ঋষি বলেছেন, প্রিয়ার চাউনি ভীষণ মোহময়ী, আকর্ষণীয় এবং একই সঙ্গে ভীষণ নিষ্পাপ।