পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ
প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ে মার্কিন যুক্তরাষ্টের হাওয়াই দ্বীপের মওনাকোয়ায় পাহাড়-চুড়োয় বসানো হচ্ছে ২০ তলা বাড়ির মতো উঁচু আর একটা ফুটবল মাঠের মতো চেহারার টেলিস্কোপ। যার লেন্সের ব্যাস ৩০ মিটার। মানে, গ্রামের একটা পুকুরকে ওপর থেকে দেখলে যেমন লাগে, প্রায় সেই রকমই। লেন্সের ব্যাস ৩০ মিটার বলেই তার নাম দেওয়া হয়েছে-‘থার্টি মিটার টেলিস্কোপ’ বা টিএমটি।
সেই টেলিস্কোপটি বানানো আর তা বসানোর জন্য ভারতীয় বিজ্ঞানীদের মেধা ও প্রযুক্তি-প্রকৌশলকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা । অন্যরা হচ্ছে – আমেরিকা, কানাডা, চীন ও জাপান। ওই যুগান্তকারী প্রকল্পের কর্ণধারদের আশা, ২০২৩/’২৪ সালের মধ্যেই ওই টেলিস্কোপটি চালু হয়ে যাবে।
ভারতে ‘টিএমটি কো-অর্ডিনেশন সেন্টারে’র প্রোগ্রাম ডিরেক্টর বচম ঈশ্বর রেড্ডি এক একান্ত টেলিফোন সাক্ষাৎকারে আনন্দবাজারকে বলেছেন, ‘‘গোটা বিশ্বে এখন সবচেয়ে শক্তিশালী যে টেলিস্কোপ ব্যবহার করা হয়, তার ব্যাস বড়জোড় আট বা দশ মিটার। তার নিরিখে টিএমটি হবে তিন গুণ বেশি শক্তিশালী। আর ভারতে এখন সবচেয়ে শক্তিশালী যে টেলিস্কোপটি ব্যবহার করা হয়, তামিলনাড়ুতে বসানো সেই ভাইনু বাপ্পু টেলিস্কোপের ব্যাস মাত্র ২.৩ মিটার।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।