অর্থ ব্যবস্থাপনার খুঁটিনাটি
অর্থ ব্যবস্থাপনার খুঁটিনাটি
দেবযানী মোদক
আজকাল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন অনেক তরুণ-তরুণী। কিন্তু অনভিজ্ঞতার কারণে অর্থ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিতে প্রায়ই নয়-ছয় হয় তাদের। অথচ একটু চিন্তাভাবনা করে এগোলে আয়ের বেশ খানিকটা সঞ্চয় করা সম্ভব
আয়ের এক-তৃতীয়াংশ সঞ্চয় করুন
প্রায়ই দেখা যায়, আয়ের সিংহভাগই খরচ হয়ে যায় সামান্য বিলাসিতার স্বপ্ন কিনতে। অথচ খরচের সিদ্ধান্ত যদি বিচক্ষণতার সঙ্গে করা যায়,দ তাহলে আয়ের এক-তৃতীয়াংশ জমানো সম্ভব। মিতব্যয়িতার এ অভ্যাস জীবনের প্রথম দিকে আরাম-আয়েশে কিছুটা ঘাটতি পড়লেও ভবিষ্যতের কঠিন সময়ে সেই ত্যাগই দেখা দেবে আশীর্বাদ হয়ে।
পেশাগত বিনিয়োগে কার্পণ্য নয়
পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণে খরচ করতে একদমই কার্পণ্য করা যাবে না। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, অনলাইনে শিক্ষামূলক ভিডিও, বই অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে কর্মপরিবেশ বজায় রাখে এমন একটা ডেস্ক কিনতে কার্পণ্য করা যাবে না।
অর্থনৈতিক লক্ষ্য
এমন অনেকেই আছে, যারা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারে না। কারণ তারা নিজেরাই জানে না যে, কতটুকু তারা জমাতে চায় কিংবা কীভাবে জমাতে হবে। তাই ভবিষ্যতের কথা ভেবে লক্ষ্য ঠিক করতে হবে।
ঋণ পরিশোধ
আজকাল উচ্চশিক্ষার খাতিরে অনেকেই স্টুডেন্ট লোন নিয়ে থাকে। সময়মতো এ ঋণ পরিশোধ না করলে বাড়তি সুদের ধাক্কা বইতে হতে পারে। তাই ঋণ পরিশোধে দেরি করা একদম উচিত নয়।
সঞ্চয় সুবিধা গ্রহণ করুন
ভবিষ্যত্ অবসর সময়ের সঞ্চয়ের জন্য বেশির ভাগ চাকরিতে বেতনের বর্তমান অঙ্কটি থেকে কিছু অংশ কেটে নেয়া হয়। এ রকম কোনো ব্যবস্থা থাকলে সহজভাবে সে সুযোগটি গ্রহণ করুন।
বিনিয়োগের আগে ভাবুন
কোনো খাতে বিনিয়োগের আগে অবশ্যই এর আগপিছ ভেবে নিন। লোভনীয় খাতে বিনিয়োগের আগে আবেগকে দমন করুন। কোন খাতে বিনিয়োগ করতে চাইছেন, সে সম্পর্কে অবশ্যই যথেষ্ট জানা-শোনা ও পরিচিতি থাকা জরুরি। Bonik Barta